Breaking News

Suvendu Adhikari: তৃণমূল সরকার দেউলিয়া হয়ে গিয়েছে কটাক্ষ শুভেন্দু অধিকারির

রিপোর্ট : নিজস্ব প্রতিনিধি , এই যুগ, পূর্ব মেদিনীপুর

Suvendu Adhikari: তৃণমূল সরকার দেউলিয়া হয়ে গিয়েছে কটাক্ষ শুভেন্দু অধিকারির তৃণমূল সরকার দেউলিয়া হয়ে গিয়েছে। তাই পুলিশ হঠাৎ করে ট্রাফিক জরিমানার নামে টাকা তুলতে শুরু করেছে। রবিবার পটাশপুরে জনসভার মঞ্চ থেকে এভাবেই তৃণমূল সরকারকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু কটাক্ষের সূরে বললেন, পার্থ, কেষ্ট, মানিক চুনোপুঁটি। সব খেয়েছে হওয়াই চটি। চোরেদের রানী আর তার ভাইপো যতদিন না ধরা পড়ছে, ততদিন লড়াই চালিয়ে যাবার হুঁশিয়ারি দিলেন গেরুয়া শিবিরের এই লড়াকু সৈনিক। তিনি বললেন, চুরির হিসাব দিলেন কেন্দ্রীয় সরকার ১০০ দিনের টাকা দেবে। পঞ্চায়েতে নিজেদের অধিকার বুঝে নেবার কথাও এদিন বললেন শুভেন্দু অধিকারী। তবে পটাশপুর থেকে পরিবর্তনের হওয়া উঠবে বলে এদিন তিনি দাবি করলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।