সোমবার ওয়াই চ্যানেলের সভা থেকে তৃণমূল কংগ্রেসকে তুলোধনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এদিন তিনি দাবি করলেন, তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়। ওটা একটা লুম্পেন কোম্পানী। তারপরই সভা মঞ্চ থেকে শুভেন্দু হুঙ্কার দিয়ে বললেন, দেখতে থাকুন। যেতেই হবে। মহারাষ্ট্রের পর ঝাড়খন্ড, তারপর পশ্চিমবঙ্গ। এদিন নারী নির্যাতন, নিয়োগ দুর্নীতি, অখিল গিরির অপসারন-সহ একাধিক ইস্যুতে মিছিল করে বিজেপি। রাজ্য বিজেপির মহিলা মোর্চার তরফে কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়ে ওয়াই চ্যানেল পর্যন্ত যায়। মিছিলে পা মেলালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার,বিধায়িকা অগ্নিমিত্রা পাল, সাংসদ লকেট চ্যাটার্জি ও মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তী। অপরদিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধায়কদের মিছিল বিধানসভা থেকে বেরিয়ে ওয়াই চ্যানেল পর্যন্ত যায়। সেখানে সভায় শুভেন্দু বলেন, ২০২১ সালের ২ মে-র পর বাংলায় নারীশক্তি বেশি ক্ষতবিক্ষত হয়েছে। তাই নারীশক্তিকে জাগ্রত হতে হবে। বাংলায় ডবল ইঞ্জিন সরকার তৈরি করতে হবে।
Suvendu Adhikari: তৃণমূল একটা লুম্পেন কোম্পানি দাবি শুভেন্দু অধিকারীর
রিপোর্ট : নিজস্ব প্রতিনিধি , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper