সাধারণত সুইমিং পুলেই সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু ঝুঁকি নিয়ে গঙ্গায় সাঁতার শেখানো খুব কমই চোখে পরে। দীর্ঘ ২৪ বছর ধরে ঝুঁকি নিয়েই বিনাপয়সায় গঙ্গায় সাঁতার প্রশিক্ষণ দিচ্ছেন জগদ্দলের গোলঘরের বাসিন্দা বাবলু কর। বাবলু বাবুর কাছে প্রতিদিন মেঘনা মোড় গঙ্গার ঘাটে সকাল ছ’টা থেকে আটটা পর্যন্ত আট থেকে আশি প্রশিক্ষণ নিচ্ছেন। হেঁসেলের গিন্নিরাও আসছেন সাঁতার শিখতে। শুধু জগদ্দল কিংবা কাঁকিনাড়া নয়, পার্শ্ববর্তী শ্যামনগর, ইছাপুর ও পলতা থেকেও বহু মানুষ বাবলু বাবুর কাছে সাঁতার শিখতে আসছেন। সাঁতার শেখানোর ফাঁকেই তিনি জলের মধ্যে বিভিন্ন ধরনের আসন শেখান। গঙ্গার ঘাটটিকে সংস্কার করে নেট দিয়ে ঘিরে দেওয়ার দাবি করলেন প্রশিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষার্থী পিন্টু সিং বলেন, সতেজ থাকতে সাঁতার শেখা জরুরি। সাঁতার কাটলে শরীরের মেদ কমে যায়। তিনি অল্প কয়েকদিনে ভালোই সাঁতার শিখে গিয়েছেন। প্রশিক্ষক বাবলু কর বলেন, ১০-১২ দিনেই সাঁতার শেখা সম্ভব। একটু ভালো সাঁতার শিখলেই গঙ্গায় এপার-ওপার করানো হয়।
Swimming Jagatdal: বিনাপয়সায় চব্বিশ বছর ধরে গঙ্গায় সাঁতার প্রশিক্ষণ দিচ্ছেন জগদ্দলের বাবলু
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর