শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Tanuja Chakraborty: চাকুরী প্রার্থী ধর্ণা মঞ্চে ভাইদের ফোঁটা দিলেন দিদি তনুজা চক্রবর্তী

রিপোর্ট : নিজস্ব প্রতিনিধি , এই যুগ, কলকাতা

Tanuja Chakraborty: চাকুরী প্রার্থী ধর্ণা মঞ্চে ভাইদের ফোঁটা দিলেন দিদি তনুজা চক্রবর্তী কলকাতার মেয়ো রোডের গান্ধী মূর্তির পাদদেশে চাকুরী প্রার্থীদের ধর্ণা বৃহস্পতিবার ৫৯২ দিনে পড়ল। এদিন ছিল ভ্রাতৃদ্বিতীয়া অর্থাৎ ভাইফোঁটা। ন্যায্য হকের দাবিতে আন্দোলন ভাইদের দীর্ঘায়ু কামনা করে তাদের কপালে ফোঁটা দিলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তী। ফোঁটা দিয়ে তিনি ভাইদের মিষ্টি মুখও করালেন। চাকুরী প্রার্থীদের ধর্ণা মঞ্চে গিয়ে বিজেপি নেত্রী তনুজা চক্রবর্তী বললেন, নিজেদের হকের দাবিতে এখানে বসে এঁরা ধর্ণা দিচ্ছেন। এঁদের জায়গা ধর্ণা মঞ্চে নয়। এঁদের স্কুলে গিয়ে শিক্ষকতা করা উচিত। তনুজার অভিযোগ, বাংলায় দুর্নীতিগ্রস্ত সরকার চলছে। খুব শীঘ্রই এঁরা এপয়েন্টমেন্ট লেটার পাক, এটাই প্রার্থনা করছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।