টলি কন্যা তনুশ্রী চক্রবর্তী এবার পা রাখতে চলেছেন বলিউডে I সানি দেওলের নায়িকা হিসেবে দেখা যাবে তনুশ্রীকে। তাই অভিনেত্রীকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়।সেই খুশির খবর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন এই অভিনেত্রী আর সঙ্গে নিজের বেশ কিছু হট অ্যান্ড বোল্ড লুকের ছবিও শেয়ার করেছেন যা দেখে উত্তেজনার পারদ চড়েছে তার অনুরাগীদের মনে Iসাগরপাড়ে বোল্ড অ্যাটায়ারে ছবি পোস্ট করতেই আগুন জ্বলে উঠেছে নেটদুনিয়ায়। চারিদিকে অনন্ত জলরাশির মাঝখানে বসে রয়েছেন তনুশ্রী। সাদা রঙের পোশাকে বেরিয়ে রয়েছে ব্রা-এর কাপ। বক্ষ-বিভাজিকা উন্মুক্ত করে ভক্তদের পাগল করে দিয়েছেন তনুশ্রী। হট অ্যান্ড বোল্ড ছবি দেখে রাতের ঘুম উড়েছে অনুরাগীদের। শীতের পারদ চড়তেই উষ্ণতার পারদ চড়িয়েছেন তনুশ্রী।বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা যেন বারেবারে প্রমাণ করে দিচ্ছেন টলি অভিনেত্রী তনুশ্রী। টলি ইন্ডাস্ট্রিতে এমন খুব কমই অভিনেত্রী আছেন যাদের আসল বয়স বাড়ছে না দিন দিন কমছে তা বোঝাটাই মুশকিল। সেই তালিকায় রয়েছেন তনুশ্রী চক্রবর্তী। রাখঢাক, লুকোছাপা এসব এখন অতীত। দীর্ঘদিন ধরে ব্যবসায়ী রাজকুমার গুপ্তার সঙ্গে প্রেম করছিলেন তনুশ্রী। তবে সূত্র বলছে সেই প্রেমে ভাঙন ধরেছে। কারণ এই মুহূর্তে নাকি বিয়ের পিঁড়িতে বসতে চাইছেন না নায়িকা। ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত এখনই নিতে চাইছেন না। বিয়েতে আগ্রহ প্রকাশ না করাতেই নাকি ব্যবসায়ী প্রেমিক রাজকুমারের সঙ্গে প্রেম ভেঙেছে তনুশ্রীর। গুঞ্জনে শোনা যাচ্ছে কেরিয়ারের জন্যই নাকি রাজকুমারের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তনুশ্রী। তবে এত বেশি চর্চা হচ্ছে যে শেষমেষ নিজেই মুখ খুলেছিলেন নায়িকা। ব্রেক আপের চর্চার মধ্যে তনুশ্রী সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, সময় যখন আসবে তখন তিনি ঠিকই জানাবেন।এই বিষয় নিয়ে আর কিছু বলতে চান না অভিনেত্রী। আপাতত ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে চাইছেন নায়িকা। কোনওদিনই রাজকুমারের সঙ্গে নিজের প্রেমের কথা স্বীকার করেননি। তবে প্রেমিক কিংবা প্রেমের কথা স্বীকার না করলেও টলিপাড়ায় তনুশ্রী ও রাজকুমারের প্রেম ছিল ওপেন সিক্রেট। এক বিজ্ঞাপনী প্রচারের কাজে গিয়েই রাজকুমারের সঙ্গে আলাপ হয়েছিল তনুশ্রীর। সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেম । তবে সেই প্রেম আর টিকল না। আপাতত তনুশ্রীর ব্রেক আপের খবরে উত্তাল টলিপাড়া। প্রেম ভাঙলে তার প্রভাব পড়েনি তনুশ্রীর। তিনটে ছবি ‘আবার বছর ২০ পরে’, ‘কাঞ্চনজঙ্ঘা’, ‘সামসারা’- নিয়ে পাড়ি দিয়েছিলেন বিদেশে। সদ্যই আমেরিকা থেকে ফিরেছেন তনুশ্রী। প্রবাসে সম্মানিত হয়ে আপ্লুত নায়িকা। বিদেশে তনুশ্রীকে দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন প্রবাসীরা।তবে এই মুহূর্তে নায়িকার হট ক্লিভেজের ডবল ডোজ নেটিজেনদের রাতের ঘুম উড়িয়েছে I
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper