Breaking News

Durga Puja Carnival Howrah: কলকাতার আদলে দুর্গাপুজোর কার্নিভাল শিল্প নগরী হাওড়াতে

রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া

 Durga Puja Carnival Howrah: কলকাতার আদলে দুর্গাপুজোর কার্নিভাল শিল্প নগরী হাওড়াতে এই বছরের মতো দুর্গাপুজো অতিক্রান্ত হয়ে গেলেও তার রেশ এখনও কাটে নি প্রশাসনিক স্তরে। চলতি বছরের মাঝামাঝি সময়ে ইউনেস্কর পক্ষ থেকে দুর্গাপুজো ঐতিহ্যকে “ওয়ার্ল্ড হেরিটেজ”-এর স্বীকৃতি দেওয়ার পর এই বছরের দুর্গাপুজোতে ইউনেস্কর একটি প্রতিনিধি দল এই রাজ্যে আসে। তারা এই সম্মানের জন্য রাজ্য সরকারের হাতে স্বীকৃতিও তুলে দেয়। এরপর রাজ্য সরকারের পক্ষ থেকে জেলায় জেলায় কলকাতার আদলেই “দুর্গাপূজা কার্নিভাল” করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত মতো আজকে হাওড়া শহরে কার্নিভাল আয়োজিত হল। শুক্রবার বিকেল ৫টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কার্নিভালের আয়োজন করা হয়। হাওড়া শহরের সমস্ত স্তরের সাধারণ মানুষ ছাড়া বহু বিশিষ্ট ব্যক্তিও এই কার্নিভালে অংসগ্রহণ করেন। কার্নিভালের উদ্বোধন করেন সমবায় মন্ত্রী অরুপ রায়। মঞ্চে উপস্থিত ছিলেন হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দোপাধ্যায়, হাওড়া পৌর নিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী, হাওড়া জেলা শাসক মুক্তা আর্য, হাওড়া সিটি পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।কলকাতার আদলে হাওড়াতেও এবছর বিসর্জনের কার্নিভাল চলছে।গত দু-বছর করোনা মহামারী কাটিয়ে এবছর রাজ্যবাসী প্রাণ খুলে দুর্গাপুজোর আনন্দে মেতেছে। Durga Puja Carnival Howrah: কলকাতার আদলে দুর্গাপুজোর কার্নিভাল শিল্প নগরী হাওড়াতে সেই আনন্দের রেশ থেকে দূরে নেই হাওড়ার বাসিন্দারাও। তাই হাওড়া সদর এলাকার ১৬ টি ও হাওড়া গ্রামীণ এলাকার ১৮ টি পুজোকে জেলা প্রশাসনের তরফে বিসর্জনের কার্নিভালে যুক্ত করা হয়।হাওড়া সদর এলাকার ১৬ টি পুজো কমিটির মধ্যে রয়েছে।চ্যাটার্জিহাট থানার অন্তর্গত সাঁতরাগাছি বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাব।জগাছা থানার অন্তর্গত সুভাষ পল্লি শক্তিনগর সার্বজনীন দুর্গোৎসব।বেলুড় থানার অন্তর্গত যুব সমাজ নেতাজি পার্ক (বেলুড় বাজার)।শিবপুর থানার অন্তর্গত রামকৃষ্ণ অ্যাথলেটিক ক্লাব।শিবপুর থানার অন্তর্গত রামকৃষ্ণপুর পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি।সাঁকরাইল থানার অন্তর্গত দুইল্যা আমরা সবাই চ্যাটার্জীহাট থানার অন্তর্গত স্বামীজি স্পোর্টিং ক্লাব। বাঁটরা থানার অন্তর্গত বাঁটরা মহিলা সংঘ। দাসনগর থানার অন্তর্গত বাল্টিকুড়ি নেতাজি বালক সংঘ। মালিপাঁচঘড়া থানার অন্তর্গত সালকিয়া সাধারণ দূর্গা পূজা (জটাধারী পার্ক )।মালিপাঁচঘড়া থানার অন্তর্গত সালকিয়া শান্তি সংঘ। ডোমজুড় থানার অন্তর্গত সলপ মাঠ বাগান সংঘ।শিবপুর থানার অন্তর্গত হাওড়া অনুশীলন সমিতি। Durga Puja Carnival Howrah: কলকাতার আদলে দুর্গাপুজোর কার্নিভাল শিল্প নগরী হাওড়াতে হাওড়া থানার অন্তর্গত রাম কৃষ্ণ স্বামীজী স্মৃতি সংঘ।শিবপুর থানার অন্তর্গত শিবপুর মন্দিরতলা সাধারণ দুর্গোৎসব।চ্যাটার্জীহাট থানার অন্তর্গত উত্তর হাওড়া বিবেকানন্দ ফাউন্ডেশন।এছাড়াও হাওড়া গ্রামীণ সাব ডিভিশনের ১৮ টি পুজো কমিটি নিয়ে জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়ের নেতৃত্বে উলুেবিড়য়া পৗরসভার উদ্যোগে ও হাওড়া গ্রামীণ জেলা প্রশাসনের সহায়তায় উলুেবিড়য়ার শহরে পালিত হচ্ছে দুগাপূজার কার্নিভাল।উলুবেড়িয়া পৌর সভার ৩০ নম্বর ওয়ার্ডের আশা ভবন। Durga Puja Carnival Howrah: কলকাতার আদলে দুর্গাপুজোর কার্নিভাল শিল্প নগরী হাওড়াতে উলুবেড়িয়া পৌর সভার ১৯ নম্বর ওয়ার্ডের নবোদয়।উলুবেড়িয়া পৌর সভার ২২ নম্বর ওয়ার্ডের আমরা সবাই (যাত্রীক)।উলুবেড়িয়া পৌর সভার ২৭ নম্বর ওয়ার্ডের নোনা শিবতলা।উলুবেড়িয়া পৌর সভার ২২ নম্বর ওয়ার্ডের লক গেট পাড়া।উলুবেড়িয়া পৌর সভার ২৭ নম্বর ওয়ার্ডের মা সারদা দুর্গোৎসব। উলুবেড়িয়া পৌর সভার ৩১ নম্বর ওয়ার্ডের উত্তর গঙ্গারামপুর।উলুবেড়িয়া পৌর সভার ২৭ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ স্পোর্টিং।উলুবেড়িয়া পৌর সভার ৩ নম্বর ওয়ার্ডেররামেশ্বর নগর যুব গোষ্ঠী।উলুবেড়িয়া পৌর সভার ২৭ নম্বর ওয়ার্ডেরনোনা অ্যাথলেটিক।উলুবেড়িয়া পৌর সভার ৩২ নম্বর ওয়ার্ডের ফতেপুর মহিলা।উলুবেড়িয়া পৌর সভার ২৯ নম্বর ওয়ার্ডের জাদুবেড়িয়া কলকাতা।উলুবেড়িয়া পৌর সভার ২১ নম্বর ওয়ার্ডের কোটালঘাটা ঐক্য সম্মিলনী।উলুবেড়িয়া পৌর সভার ২৬ নম্বর ওয়ার্ডের নোনা ফিজিক্যাল।উলুবেড়িয়া পৌর সভার ৩০ নম্বর ওয়ার্ডের মেট্রো ক্লাব।উলুবেড়িয়া পৌর সভার ২৪ নম্বর ওয়ার্ডের সৃষ্টি সংঘ।উলুবেড়িয়া পৌর সভার ২৭ নম্বর ওয়ার্ডের আমরা সবাই (বাজারপাড়া )। Durga Puja Carnival Howrah: কলকাতার আদলে দুর্গাপুজোর কার্নিভাল শিল্প নগরী হাওড়াতে এছাড়াও উলুবেড়িয়া পৌর সভার অন্তর্গতবাণিতবলা এন্ট্রি ট্যাক্স পেয়ী এসোসিয়েশন এই কার্নিভালে যোগ দেয়।আজকের কার্নিভালের জন্য হাওড়া শহরের ফরশোর রোডে যে কোনও ধরণের যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করেছে। এছাড়াও বহু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে কার্নিভালের অনুষ্ঠানে বিঘ্ন না ঘটার জন্য বলেই হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর। যদিও কার্নিভালকে কেন্দ্র করে শুক্রবার ব্যাপক যানজটের সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন শহরবাসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।