একসময় পড়ুয়াদের জোয়ার ছিল। আজ সমস্ত শ্রেণী কক্ষ ছাত্র শূন্য। স্কুল চত্বর পুরো শুনশান। শিক্ষকরা আসেন, খাতায় সই করেন। আর বাড়ি চলে যান। এমনই বেহাল দশা নৈহাটির ৩ নম্বর বিজয়নগর বয়েজ হাই স্কুলের। স্থানীয়দের অভিযোগ, চার-পাঁচ বছর ধরে স্কুলে কোনও ছাত্র নেই। শিক্ষকরা আসেন, আবার ছুটির সময় বাড়ি চলে যান। কিন্তু বিনা পরিশ্রমিকেই শিক্ষকরা বেতন পাচ্ছেন। যদিও শিক্ষকদের দাবি, করোনা পরবর্তী সময় থেকে ছাত্র সংখ্যা নেই। জানা গিয়েছে, এই স্কুলে এক শিক্ষিকা-সহ নয়জন শিক্ষক আছেন। শিক্ষক দিলীপ বিশ্বাস বললেন, ছাত্র নেই একদম ভালো লাগছে না। অন্যকোনও স্কুলে তাদেরকে বদলি করে দেওয়া হোক। নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় বলেন, পঠন-পাঠনের ওপর নির্ভর করে স্কুলের সুনাম। তবে ছাত্র শূন্য বিজয়নগর হাই স্কুলটি নিয়ে তিনি বিধায়কের সঙ্গে আলোচনা করবেন।
Naihati: ছাত্রী-ছাত্রীর সংখ্যা শূন্য, বসে বসেই মোটা টাকার বেতন পাচ্ছেন শিক্ষকরা, এমনই ছবি নৈহাটির ৩ নম্বর বিজয়নগর বয়েজ হাই স্কুলে
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper