ইতিমধ্যেই অনেক চোর জেলে ঢুকেছে। বাকি চোরেরাও শীঘ্রই জেলে ঢুকবে। বুধবার বিকেলে নবান্ন অভিযানের সমর্থনে শ্যামনগর মাদার ডেয়ারি মোড় থেকে ঝাউতলা মোড় পর্যন্ত মিছিলে যোগ দিয়ে এমনটাই দাবি করলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তী। এদিন তিনি বলেন, বাগুইআটিতে দুই কিশোর খুনের ঘটনায় এখনও অপরাধীরা ধরা পড়েনি। আপা, তপাদের পুলিশ নিরাপত্তা দিচ্ছে। কিন্তু জনগণের পাশে পুলিশ নেই। তনুজার কথায়, নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে ওখান থেকে মমতাকে উৎখাত করার জন্যই। দাবি, অনেক চোর জেলে ঢুকেছে। এদিনের মিছিলে হাজির ছিলেন বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র, যুব মোর্চার রাজ্য সম্পাদক উত্তম অধিকারী, ব্যারাকপুর জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি, সহ-সভাপতি রূপক মিত্র, সাধারণ সম্পাদক আবিষ্কার ভট্টাচার্য ও ময়ূরী চক্রবর্তী, ব্যারাকপুর জেলার মহিলা মোর্চার সভানেত্রী পিয়ালী দুবে ও প্রাক্তন মহিলা মোর্চার সভানেত্রী অপর্ণা বল, জেলার অফিস সম্পাদক প্রণব মন্ডল, যুব নেতা কুন্দন সিং-সহ অন্যান্য কার্যকর্তারা। ব্যারাকপুর জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি বলেন, আগামী ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযান সফল করতেই এই মহামিছিল। সন্দীপের দাবি, মন্ত্রী এবং মন্ত্রী ঘনিষ্ঠদের বাড়ি থেকে যেভাবে টাকার পাহাড় উদ্ধার হচ্ছে। তাতে বাংলার মানুষ বেজায় ক্ষুব্ধ।
Tanuja Chakraborty: বাকি চোরেরাও শীঘ্রই জেলে ঢুকবে ,দাবি রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তীর
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর