টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে বোমাবাজির ঘটনার তদন্তে বুধবার ওই স্কুলে আসেন জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো। সঙ্গে ছিলেন উক্ত কমিশনের একজন মহিলা প্রতিনিধি। তারা স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। স্কুল পরিদর্শন শেষে জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো বলেন, বোমাবাজির কারন অনুসন্ধানে এনআইএ তদন্ত হওয়া উচিত। তিনি বলেন, সমস্ত বিষয় খতিয়ে দেখে তারা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে রিপোর্ট জমা দেবেন। এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন, বাচ্চাদের সুরক্ষায় বোমাবাজির পর স্কুল ছুটি দেওয়া উচিত ছিল। কিন্তু দ্বিতীয়বার যদি বোমা বিস্ফোরণ হত, তাহলে বড় ধরনের ঘটনা ঘটে যেত।
Titagarh: টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে বোমাবাজির তদন্তে জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারম্যান
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর