শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Titagarh: দোষীরা শাস্তি পাবেই, টিটাগড়ে নির্যাতিতার বাড়িতে গিয়ে দাবি সাংসদ-মন্ত্রীর

রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর

Titagarh: দোষীরা শাস্তি পাবেই, টিটাগড়ে নির্যাতিতার বাড়িতে গিয়ে দাবি সাংসদ-মন্ত্রীর  তরুণীকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে ধর্ষনের ঘটনায় শুক্রবার উত্তাল হয়ে টিটাগড় থানা এলাকা। বিজেপি , বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু জাগরণ মঞ্চ থানার সামনে দফায় দফায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। জোর করে অবরোধ তুলতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। এদিন বিকেলে টিটাগড় কয়লা ডিপো নিউ লাইন এলাকায় ধর্ষিতার বাড়িতে গেলেন তৃণমূলের প্রতিনিধি দল। বৃষ্টি উপেক্ষা করেই এদিন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং ও স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তী নির্যাতিতা ও তার মা-বাবার সঙ্গে কথা বলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বললেন, চারজনের বিরুদ্ধে নির্যাতিতার অভিযোগ। তিনজন নির্যাতনকারী। একজন নির্যাতনের সাক্ষী। মন্ত্রীর দাবি, তিনজনকে পুলিশ ধরেছে। আরেকজনকেও পুলিশ ধরবে। যাতে মেয়েটি নিরাপদে থাকতে পারে, সেটা প্রশাসনকে দেখতে বলা হয়েছে। অপরদিকে সাংসদ অর্জুন সিং জোরের সঙ্গে দাবি করলেন, জঘন্যতম ঘটনায় দোষীরা কেউ ছাড়া পাবে না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।