কোচবিহার (TMC) জেলার শীতলকুচি থানা এলাকার লালবাজার গ্রাম পঞ্চায়েত প্রধান গুলিবিদ্ধ হন বৃহস্পতিবার রাতে। ঘটনায় ব্যপক উত্তেজনাছড়িয়েছে এলাকায়। (TMC)জানা গেছে লালবাজার গ্রাম পঞ্চায়েতের তৃণমুলী প্রধান অনিমেষ রায় বৃহস্পতিবার রাতে লালবাজার চৌপথিতে দলের সাংগঠনিক সভা শেষ করে বাড়ি ফিরছিলেন।
সেই সময় দুষ্কৃতিরা তাকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। তার হাঁটুর নীচে গুলি লেগেছে বলে জানিয়েছে পুলিশ। কোচবিহার জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা জেলা তৃণমূল নেতা আবদুল জলিল আহমেদ জখম তৃণমূল প্রধানকে দেখতে হাসপাতালে যান। তিনি মন্তব্য করেন বিজেপি দুষ্কৃতীরা গুলি৷ চালিয়েছে। অপরদিকে শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মন বলেন বিজেপিকে দোষারোপ করা ছাড়া তৃণমূলের আর কোনো কাজ নেই। পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত করলেই আসল ঘটনা বেরিয়ে আসবে। পুলিশ সূত্রে জানা গেছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।