শিলিগুড়ি থেকে দার্জিলিং (toy train)যাবার অন্যতম আকর্ষণীয় বাহন হলো টয় ট্রেন। এই টয় ট্রেন দেশ বিদেশের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষন। বর্ষার মরশুমে পাহাড়ে বিভিন্ন এলাকায় ধস নামে। এই ধসের কারনে ক্ষতিগ্রস্ত হয় টয় ট্রেনের লাইন। ধস জনিত কারনে জুলাই মাসের পাঁচ তারিখ থেকে বন্ধ ছিলো টয় ট্রেন পরিষেবা। বর্ষা শেষে ধস জনিত কারনে ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করে রবিবার থেকে ফের শুরু হয় টয় ট্রেন পরিষেবা। এদিন পয়ত্রিশ জন দেশ বিদেশের পর্যটকদের নিয়ে শিলিগুড়ি থেকে দার্জিলিং এর উদ্দ্যেশ্যে রওনা হয় টয় ট্রেন। এ বিষয়ে কাটিহার রেল ডিভিশনের ডি আর এম সুরেন্দ্র কুমার জানান প্রাকৃতিক দুর্যোগের জন্য এতদিন টয় ট্রেন পরিষেবা বন্ধ ছিলো। রবিবার থেকে ফেরএই পরিষেবা চালু হওয়ায় খুশী পর্যটকসহ পর্যটন ব্যবসায়ীরা।
toy train siliguri: চার মাস পর ফের চালু হলো দার্জিলিং যাবার টয় ট্রেন
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper