বৃহস্পতিবার , আগস্ট 28 2025
Breaking News

Panihati: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ তুঙ্গে পানিহাটিতে, দলীয় কার্যালয়ের দখল নিয়ে হাতাহাতি দুই কাউন্সিলরের

রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর

Panihati: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ তুঙ্গে পানিহাটিতে, দলীয় কার্যালয়ের দখল নিয়ে হাতাহাতি দুই কাউন্সিলরের তৃণমূলের গোষ্ঠী কোন্দল তুঙ্গে পানিহাটিতে। দলীয় কার্যালয়ের দখল নিয়ে দুই কাউন্সিলরের মধ্যে বচসা থেকে হাতাহাতি। শুধু তাই নয়, দুপক্ষের মধ্যে বেধে গেল মারপিট। তাতে উভয়পক্ষের বেশ কয়েকজন কর্মী আহতও হলেন। সোমবার রাতে ঘোলা থানার পানিহাটি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের মহেন্দ্রনগরে এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। তপ্ত পরিস্থিতি সামাল দিতে ঘোলা থানার পুলিশকে রীতিমতো লাঠি উঁচিয়ে তাড়া করতে হলো। শেষমেশ পানিহাটি পুরসভার উপ-পুরপ্রধান সুভাষ চক্রবর্তী এসে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন। যদিও ২০ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর স্বপন কুন্ডু ও ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টুলু রানী দাস একে অপরের ঘাড়ে দোষ চাপালেন। তবে ২০ নম্বর ওয়ার্ডে গোষ্ঠী কাজিয়ায় রীতিমতো অস্বস্তিতে পানিহাটির তৃণমূল নেতৃত্ব। টুলু রানী দাসের কথায়, ২০ নম্বর তাঁর হোম ওয়ার্ড। তাছাড়া ওই কার্যালয়টি তিনি নিজের হাতে তৈরি করেছেন। সোমবার সন্ধেয় ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর স্বপন কুন্ডু দলবল নিয়ে তাকে পার্টি অফিস থেকে বের করে দখল নেবার চেষ্টা করেছিলেন। এমনকি তাকে এবং তার কর্মীদের মারধোরও করা হয়েছে। অপরদিকে স্থানীয় কাউন্সিলর স্বপন কুন্ডু বলেন, ওই কার্যালয়টি দলের লোকজনের। ওই কার্যালয়ে ঢুকতে গেলে পূর্বতন কাউন্সিলরের লোকজন বাধা দেয় এবং তাদেরকে মারধোর করেছে। এই ঘটনা নিয়ে পানিহাটির তৃণমূল নেতা কমল দাসের বক্তব্য, লজ্জাজনক ঘটনা। উর্দ্ধতন নেতৃত্বের উচিত কোন্দল ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।