Breaking News

তৃণমূল মহিলা কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের প্রতিবাদ সভা শিলিগুড়িতে

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

TMC Siliguri: তৃণমূল মহিলা কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের প্রতিবাদ সভা শিলিগুড়িতে trinamool-mahila-congress-and-trinamool-youth-congress-protest-meeting-in-siliguri-tmc-westbengal-india-tmc-eiyugতৃণমূল মহিলা কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের ডাকে কেন্দ্রের বিজেপি সরকারের জন বিরোধী নীতি, বাংলা ভাগের চক্রান্ত ও কুৎসা ছড়িয়ে রাজ্যের শাসকদল তৃণমুলকে কালিমালিপ্ত করার অপপ্রচার এর বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল শিলিগুড়ির বাঘা যতীন পার্কে। শনিবার আয়োজিত এই সভায় সমতলের চারটি জেলা দার্জিলিং,কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা থেকে তৃণমূল এর মহিলা ও যুব কর্মী সমর্থকরা যোগ দেন। তাদের সাথে মূল সংগঠনের নেতৃত্বও ছিলেন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন তৃনমুল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।