Breaking News

Howrah tmc: মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে বিজেপির অপপ্রচারের কড়া নিন্দা তৃণমূলের নমশূদ্র ও উদ্বাস্তু সেলের

রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া

Howrah tmc: মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে বিজেপির অপপ্রচারের কড়া নিন্দা তৃণমূলের নমশূদ্র ও উদ্বাস্তু সেলেরমতুয়া সমাজের ভোটে জিতে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। অথচ মতুয়াদের জন্য কেন্দ্রীয় সরকার আজ অবধি একটা কাজও করেনি এবং কেন্দ্রীয় মন্ত্রীও কোনও উন্নয়নের কাজ করেননি। এবার এমনই অভিযোগ তুললো তৃণমূল কংগ্রেসের নমশূদ্র ও উদ্বাস্তু সেল। তাদের দাবি, মতুয়া, নমশূদ্র, উদ্বাস্তু, ব্রাহ্মণ সকলের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানাবিধ কাজ করছেন। মঙ্গলবার বিকেলে হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের নমশূদ্র ও উদ্বাস্তু সেলের তরফ থেকে অভিযোগ করা হয় ভোট এলেই বিজেপি কুৎসা করতে মাঠে নেমে পড়ে। ত্রিপুরা ভোটের আগেও ঠিক এইভাবেই বিজেপি কুৎসা করতে নেমে পড়েছে। গত ৩১ তারিখ মালদহের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ভুলবশত করা মন্তব্যকে ট্যাগ করে যেভাবে সোশ্যাল মিডিয়ায় বিজেপির তরফ থেকে অপপ্রচার করা হচ্ছে আমরা তার তীব্র নিন্দা করছি। বিজেপি সব সময় ভোটের আগে কুৎসা অপপ্রচার করতে মাঠে নেমে পড়ে। মতুয়া সমাজের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী যা করেছেন এমন উন্নয়ন এর আগে কেউ করেনি। এদিন তৃণমূল কংগ্রেসের সদরের সভাপতি কল্যাণ ঘোষ জানান, আগামী দিনে ব্রাহ্মণ ট্রাস্ট তৈরি হবে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হাওড়ায় প্রতিটি কেন্দ্রে ব্রাহ্মণ ট্রাস্ট তৈরি হবে। এর মাধ্যমে বিভিন্ন রকম সুযোগ সুবিধা রাজ্য সরকার দেবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।