Breaking News

Urfi Javed: পর্ন সাইটে উরফি জাভেদের ছবি, নেটিজেনদের মধ্যে তুঙ্গে বিতর্ক

এমন একটা কোনও দিন নেই যেদিন  পোশাকের জন্য শিরোনামে আসেন না উরফি জাভেদ। তার সাজ-পোশাকই তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।  ফ্যাশন সেন্স নিয়ে এত রকম এক্সপেরিমেন্ট মনে হয় কোনও ফ্যাশন ডিজাইনারও করেন না। ফ্যাশন নিয়ে সবার যেখানে চিন্তা ভাবনা শেষ হয়, ঠিক সেখান থেকেই নয়া ভাবনা শুরু করেন উরফি জাভেদ।তবে শুধু খোলামেলা পোশাকের কারণে নয়,বরং অদ্ভুত সাজের ধরণ ছাড়াও এবার নীল ছবি বিতর্কে নাম জড়াল উরফির। সোশ্যাল মিডিয়ার অ্যাটেনশন এতটুকুও হাতছাড়া করতে নারাজ উরফি জাভেদ।বেশিরভাগ সময়েই অন্তর্বাস ছাড়াই ক্যামেরায় সামনে পোজ দেন উরফি। আর তারপরই শুরু হয়ে যায় বিতর্ক। গরম পড়তেই নিজের মতো করে স্টাইল স্টেটমেন্টে ঝড় তুলছেন উরফি জাভেদ। মাত্র ১৫ বছর বয়সেই পর্ন সাইটে ছবি ছড়িয়ে পড়ে উরফির। ব্যস তারপর থেকেই যৌনকর্মীর তকমা জোটে। কীভাবে পর্ন সাইটে ছড়িয়ে পড়ে উরফির ছবি, সম্প্রতি সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা শেয়ার করলেন নেটদুনিয়ার হট সেনসেশন উরফি জাভেদ। লখনউয়ে থাকার সময় তিনি একবার কাধখোলা টপ পরে ছবি পোস্ট করেছিলেন ফেসবুকে। আর তার ফলস্বরূপ যে এমন ঘটনা ঘটতে পারে তা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি উরফি। সেই কাটাছেড়া ছবিই পোস্ট হয়ে যায় পর্ণ সাইটে। খবর ছড়িয়ে পড়তেও খুব বেশি সময় লাগেনি। কুৎসিত অশালীন মন্তব্য ছড়িয়ে গিয়েছিল আশেপাশে।তবে উরফি সেসব কটু কথাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন নিজের মতো করে I এখানেই তিনি অনন্যা ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।