উরফি জাভেদ আর বিতর্ক এখন সমার্থক শব্দ। প্রতিদিনই নয়া নয়া বিতর্কে শিরোনামে উঠে আসেন উরফি জাভেদ। আসলে লাইমলাইটে থাকার জন্যই যে তার এই কান্ড কারখানা নেটিজেনদের তা আর বুঝতে বাকি নেই । সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় কাটআউট পোশাকে দেখা গেল উরফি জাভেদকে। কাটআউট পোশাকের ফাঁক দিয়ে বেরিয়ে রয়েছে স্তনের একাংশ থেকে উন্মুক্ত নাভি। তবে পোশাকের কারণে নয়, এবার সিকিউরিটি গার্ডের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়লেন উরফি জাভেদ। যা নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।একটি অ্যাপয়েন্টমেন্টে ঢোকার আগেই সেখানকার নিরাপত্তারক্ষী উরফিকে ভেতরে ঢুকতে বাধা দেয়। বিতর্কের শুরু সেখান থেকেই । নেটদুনিয়ার হট সেনসেশনের উপর সর্বদাই নজর রয়েছে পাপারাৎজিদের। সেখানে উরফিকে দেখা মাত্রই ঘিরে ধরেন পাপারাৎজিরা। উরফিকে দেখে পোজ দিতে বলেন ফটো শিকাররিরা। কিন্তু অ্যাপয়েন্টেমেন্টে ঢোকার মুখে সিকিউরিটি গার্ডের বাঁধা পেয়ে উরফি রেগে আগুন গিয়ে অশ্লীল শব্দের প্রয়োগ করে হুমকি দেন সিকিউরিটি গার্ডকে। এমনকী পাপারাৎজিদেরও যে তাদের যোগ্য সম্মান দেওয়া হচ্ছে না তা নিয়েও সুর চড়াতে দেখা যায় তাকে। ঝড়ের গতিতে উরফির এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।সিকিউরিটি গার্ডের সঙ্গে অশ্লীল ভাষা ব্যবহার করায় নেটিজেনরা গর্জে উঠেছেন। শুরু হয়েছে তার সমালোচনা I কিন্তু উরফি রয়েছেন তার নিজের মেজাজে ।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper