বলিউডের রাতের ঘুম কেড়ে নিয়েছেন উরফি জাভেদ। এত অল্প সময়ের মধ্যে যে এভাবে ভাইরাল হওয়া যায় তা মনে হয় উরফির চেয়ে ও ভাল আর কেউ জানে না।বিগ বস ওটিটি খ্যাত এই তারকার অদ্ভুত ফ্যাশন সর্বদাই চর্চায় থাকে । জামা কাপড় নিয়ে কেউ এত কাটাছেড়া করে কিনা তা নিয়ে যথেষ্ঠ সন্দেহ রয়েছে সবার। তবে সাহসীকতার সমস্ত সীমা লঙ্ঘন করেও নেটিজেনদের চর্চায় থাকেন উরফি আর এতে তিনি সফল Iতার উল্টো পাল্টা পোশাক পরা শরীর দেখার জন্যই মুখিয়ে থাকেন অনুরাগীরা। অল্প কয়েকদিনের মধ্যেই তার ভক্ত -ফলোয়ারের সংখ্যাও যেন আকাশছোঁয়া। বিতর্কিত পোশাক ও শরীর দেখিয়ে রাতারাতি জনপ্রিয় উরফি। পাপারাৎজিরাও যেন মুখিয়ে থাকেন তাকে ঘিরে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ হট লুকের ছবি পোস্ট করেছেন উরফি। যা দেখা মাত্রই নেটদুনিয়ায় আগুন জ্বলে উঠেছে। নীল রঙের সেক্সি বডিকন সুইমস্যুট, সঙ্গে হাই হিল বুট, খোলা চুলে নেটপাড়ায় আগুন লাগিয়ে দিয়েছেন উরফি । ঝড়ের গতিতে উরফির প্রতিটা ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। পোশাকের সঙ্গে ন্যুড লিপস্টিক এবং চোখের চাহনিতে ঘুম উড়েছে ভক্তদের।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper