বিগ বস ওটিটি’ খ্যাত উরফি জাভেদ বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক তৈরি হবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য নেটিজেনদের কাছে প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন । মিডিয়ার নজরে থাকার জন্য যে তিনি সবকিছু করতে পারেন সেটা এতদিনে সকলের কাছেই স্পষ্ট।সম্প্রতি নিজের পোশাকের জন্যই অভিনেত্রী আবার চর্চার আলোয় উঠে এসেছেন । তার কমপ্লেক্সের মধ্যেই একটি বড় আয়নার উপর বসে বেশ কয়েকটি হট ছবি তুলেছেন এই মডেল। ছবি তোলার পাশাপাশি সেগুলি নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন তিনি যা এই মুহূর্তে যা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ছবিতে উরফিকে হালকা নীল রঙের ব্রা-লেট ও ঢিলাঢালা প্যান্টে দেখা গিয়েছে। একাধিক পোজে ছবি তুলেছেন তিনি। নিজের সাজ পূরণ করার জন্য চুলে হস্টেল বেঁধে, মানানসই কানের দুল পরেছিলেন অভিনেত্রী। হালকা মেকাপেই নিজের লুক সেট করেছিলেন তিনি। আপাতত, নিজের এই লুকের সূত্র ধরেই চর্চায় উরফি।কে কি বলল! তাতে থোড়াই কেয়ার উরফির। তিনি নিজেই নিজের মর্জির মালিক I অন্যকারোর কথায় নিজের জীবন চালাতে নারাজ তিনি। বর্তমান যুগে দাঁড়িয়ে নেটদুনিয়ার অন্যতম সেনসেশন যে উরফি জাভেদ তা নিঃসন্দেহে বলা চলে।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper