Breaking News

Islampur uttar Dinajpur: পুলিশ ব্যারাক-লন টেনিস কোর্ট সহ পারিবারিক আবাসনের উদ্বোধন ইসলামপুরে

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, উত্তর দিনাজপুর

Islampur uttar Dinajpur: পুলিশ ব্যারাক-লন টেনিস কোর্ট সহ পারিবারিক আবাসনের উদ্বোধন ইসলামপুরেউত্তর দিনাজপুরের (uttar Dinajpur) ইসলামপুরে বৃহস্পতিবার উত্তরবঙ্গের এডিজি অজয় কুমার, আইপিএস উদ্বোধন করলেন একটি পুলিশ কনস্টেবল ব্যারাক, অবস্ট্যাকল কোর্স গ্রাউন্ড, পুলিশ কর্মীদের পারিবারিক আবাসন সহ একটি লন টেনিস গ্রাউন্ড। তিনি জানান ব্যারাকে একশ জন পুলিশ কন্সটেবল থাকতে পারবে। উপস্থিত ছিলেন জেলার অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকগন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।