বৃহস্পতিবার , আগস্ট 28 2025
Breaking News

DYFI: ডিওয়াইএফআই এর উত্তর কন্যা অভিযান

রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, শিলিগুড়ি

DYFI: ডিওয়াইএফআই এর উত্তর কন্যা অভিযানবৃহস্পতিবার অনুষ্ঠিত হল (DYFI) ডিওয়াইএফ আই এর উত্তর কন্যা অভিযান কমরেড মিনাক্ষী মুখার্জীর নেতৃত্বে। রাজ্যের দুর্নীতি, টেট ও এসএসসি, ডিএ প্রভৃতি ইশুতে উত্তরকন্যা অভিযান । এই অভিযান ঘিরে কর্মীদের সাথে পুলিশের কার্যত ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। এই অভিযান ছত্র ভঙ্গ করতে লাঠি চার্জ ও টিয়ার গ্যাস ছোড়ার অভিযোগ করে আন্দোলন কারিরা। পরবর্তীতে কমরেড মিনাক্ষী সহ নেতাদের গ্রেপ্তার করে শিলিগুড়ি থানায় নিয়ে আসে পুলিশ। সংগঠনের রাজ্য সভানেত্রী মিনাক্ষী মুখার্জী বলেন, রাজ্য সরকার ভয় পেয়ে, তাই রাস্তায় পুলিশ লেলিয়ে দিয়েছে। এই ভাবে আমাদের রোখা যাবে না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।