সোমবার এনজিপি – গৌহাটি যাত্রা মুখে ধুপগুড়িতে (Vande Bharat Express) স্টেশন স্বাগত জানালেন ধুপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় সহ রেলের আধিকারিকরা। এদিনই প্রথম গৌহাটি যাত্রা শুভ আরাম্ভ করে, বলা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদির হাতে উদ্বোধন হওয়া ট্রেনটি ধুপগুড়িতে গৌহাটি শুভযাত্রা।এদিন যথা সময়ে এনজিপি থেকে গৌহাটি উদ্দেশ্য এক্সপ্রেস ট্রেনটি ধুপগুড়িতে পৌঁছায়। ট্রেনটি দেখতে উৎসাহি জনসাধারণের ভির ছিল চোখে পড়ার মতো। এদিন স্টেশন চত্বরে এনিয়ে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গৌহাটি যাত্রাভিমুখে বিধায়কসহ আধিকারিকরা ফ্লাগ নারিয়ে যাত্রার শুভকামনা কামনা জানান।অন্য দিকে সকালে জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায় স্বাগত জানান নিউ জলপাইগুড়ি স্টেশনে।
Vande Bharat Express Jalpaiguri: ধুপগুড়িতে বন্দে ভারত এক্সপ্রেস কে স্বাগত জানালেন বিধায়ক বিষ্ণুপদ রায় সহ রেল আধিকারিকরা
রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper