Breaking News

Samajsathi NGO Bhatpara: প্রথম বর্ষপূর্তির সঙ্গে সফলতার শীর্ষের পথে আরও একধাপ এগিয়ে গেল ভাটপাড়ার সমাজসাথী এন.জি.ও

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, ভাটপাড়া,ব্যারাকপুর

Samajsathi NGO Bhatpara: প্রথম বর্ষপূর্তির সঙ্গে সফলতার শীর্ষের পথে আরও একধাপ এগিয়ে গেল ভাটপাড়ার সমাজসাথী এন.জি.ওদেখতে দেখতে “ভাটপাড়া ইউথ আইডিয়াল সমাজ সাথী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” -এর এক বছর পূর্ণ হয়ে গেল এবং তারা তাদের বর্ষপূর্তিতে জন্ম দিল নতুন এক চিন্তাধারার। তারা তাদের এনজিওকে ভগবান সমান মনে করে।নিজেদের কাজকর্মকে তারা তাদের এনজিও অর্থাৎ তাদের ভগবানের কাছে সঁপে দিয়েছে। তাই তাদের বর্ষপূর্তি তারা মাঘী পূর্ণিমার শুভ তিথিতে তাদের ভগবানকে আরতি এবং পুষ্পার্ঘ্য দিয়ে ভালোবাসা ও ভক্তির সাথে পালন করলো।এবং তারই সাথে তারা তাদের বর্ষপূর্তি ইটভাঁটার দুস্থ বাচ্চাদের নিয়ে কেক কেটে একটি অভিনব আয়োজনের মধ্যে দিয়ে পালন করল|Samajsathi NGO Bhatpara: প্রথম বর্ষপূর্তির সঙ্গে সফলতার শীর্ষের পথে আরও একধাপ এগিয়ে গেল ভাটপাড়ার সমাজসাথী এন.জি.ও সময়টা ছিল ২০২২ সালের ২ রা ফেব্রুয়ারি। কয়েকজন কিশোর-কিশোরী ছেলে মেয়ে সমাজে পিছিয়ে পড়া মানুষদের অসহায়তা দেখে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিল। একে একে ভাটপাড়া সহ রথতলা,কাঁকিনাড়া,নৈহাটি, জগদ্দল,শ্যামনগর ও বিভিন্ন এলাকার দরিদ্র মানুষ ও পশুপাখিদের নিয়ে এগিয়ে চলল তাদের কাজকর্ম। এরই মাঝে এসেছে অনেক বাধা। বিভিন্ন লড়াইয়ের সম্মুখীন হয়েছে তারা কিন্তু হাল ছাড়েনি কখনোই। একে একে তৈরি হয়েছে শিক্ষায়তন প্রকল্প, খাদ্য বিতরণ প্রকল্প, শিব জ্ঞানে জীব সেবা প্রকল্প, সবার উপরে মানুষ সত্য প্রকল্প, উদ্ভিদ সংরক্ষণ ও পরিচর্যা প্রকল্প। এভাবেই সফলতার সাথে অর্জন করেছে তারা মানুষের ভালোবাসা ও বড়দের আশীর্বাদ। হয়ে উঠেছে তাদের আরো কাছের ,পাশে থেকেছে সব সময়। তাদের পাশে থাকার অঙ্গীকার নিয়েই ধীরে ধীরে তৈরি হয়েছে – বই সংগ্রহের জন্য = বুক ব্যাংক , জামাকাপড় সংগ্রহের জন্য = ক্লথ ব্যাংক , কাঁচা খাদ্য সামগ্রী সংগ্রহের জন্য = গ্রসারী ব্যাংক। এই সমস্ত কিশোর কিশোরীরা তাদের কাজকর্মের জন্য তাদের ভগবান অর্থাৎ “ভাটপাড়া ইউথ আইডিয়াল সমাজসাথী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন”- এর কাছে করেছে নিজেদের অঙ্গীকার বদ্ধ।এছাড়াও তারা নিজেদের প্রতিজ্ঞাবদ্ধ করেছে সমাজের বিভিন্ন পিছিয়ে পড়া অংশগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এবং প্রচেষ্টায় রয়েছে সাহিত্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র “ভাটপাড়া” -র নতুন পরিচিতি যেন তাদের মধ্যে দিয়ে প্রকাশ পায়। এভাবেই এগিয়ে চলুক তাদের কাজকর্ম। প্রতিটি অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক তাদের সাহায্যের হাত। হয়ে উঠুক তাদের প্রাণের তাদের আর ও কাছের। আসুন এগিয়ে আসি আমরাও অঙ্গীকারবদ্ধ হই তাদের সাথে তাদের মত অসহায় মানুষদের সেবা করার তাদের পাশে দাঁড়ানোর। তোমরা এগিয়ে যাও “সমাজসাথী” তোমাদের স্বপ্নের তরী নিয়ে। ফুটুক সবার মুখে হাসি ভালো হোক সকলের।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।