৮ই জুলাই ২০২৩ রাজ্যের (panchayat election) পঞ্চায়েত নির্বাচনে অবাধ ভোট লুঠ , সন্ত্রাস ,গণতন্ত্রের হত্যা সহ পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে আসানসোল সাংগঠনিক জেলা বিজেপির ডাকে রবিবার বি.এন.আর মোড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।এদিন এ মিছিলে নেতৃত্ব দেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল। মিছিল কিছুটা যাবার পর রাস্তায় বসে পড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি নেতৃত্ব।এদিন এও দেখা যায় অগ্নিমিত্রা পাল সহ বিজেপি নেতৃত্ব হাতে রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা ও মুখ্যমন্ত্রীর পোস্টার হাতে নিয়ে প্রতিবাদ বিক্ষোভ করতে।
Panchayat election 2023 Agnimitra Paul: ২০২৩ পঞ্চায়েত ভোটে গণতন্ত্রের হত্যার প্রতিবাদে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপির বিক্ষোভ মিছিল
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, আসানসোল
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper