সোমবার (Alipurduar) আলিপুরদুয়ার শহরের রবীন্দ্র মঞ্চ ভবনে জেলা হস্ত শিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করে জেলা শিল্প কেন্দ্র। জানা গেছে মূলত জেলার হস্তশিল্পীদের উৎসাহ দান ও শিল্পকলার মান উন্নয়নের উদ্যেশে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ থেকে ৩ দিন ব্যাপী হস্ত শিল্প প্রদর্শনী চলবে রবীন্দ্র মঞ্চ ভবনে। প্রতিযোগিতায় কাঠ, বেত, চিত্র কলা ও সূতোর সামগ্রী মিলেন্মত ৪ টি বিভাগে প্রতিযোগিতায় মোট ১০৮ টি সামগ্রী নিয়ে ৬৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রত্যেকটি বিভাগে প্রথম তিনজন করে উত্তীর্ণ প্রতিযোগীরা রাজ্যস্তরে অংশগ্রহণ করবেন। এদিন প্রদর্শনী এবং প্রতিযোগিতার প্রথম দিনে সূচনায় উপস্থিত ছিলেন জেলাশাসক আর বিমলা ও অতিরিক্ত জেলাশাসক নিপেন্দ্র সিং সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এছাড়াও পরবর্তীতে এই হস্তশিল্প প্রদর্শনী দেখতে উপস্থিত হন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব।
Alipurduar: আলিপুরদুয়ার জেলা প্রশাসনের হস্ত শিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার