পুজোর মুখে দর্শকদের কথা (Alipurduar) ভেবে রাস্তা সংস্কার শুরু করলেন জোর গতিতে শামুকতলা গ্রাম (Alipurduar) পঞ্চায়েতের পক্ষ থেকে এমনটাই দেখা গেল শামুকতলা দুর্গাবাড়ি এলাকায় বৃহস্পতিবার দুপুরে। শামুকতলা দুর্গাবাড়ী থেকে হিন্দু পাড়া চৌপথী পর্যন্ত চারটি পূজা রয়েছে বড় আকারের। তাছাড়া শামুকতলা থেকে চেপানী চৌপথী যেতে এই রাস্তা ব্যবহার করতে হয় সাধারণ মানুষকে। রাস্তাটি ভেঙ্গে চৌচির হয়ে গেছে। খানাখন্ডে ভরে গেছে রাস্তাটি বৃষ্টির ফলে খানাখন্দে জলে পরিপূর্ণ হয়ে গেছে। পুজো কমিটিদের দাবি ছিল পুজোর আগেই রাস্তা সংস্কার করার । অবশেষে সপ্তমীর দিন দুপুরবেলা থেকে শামুকতলা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শুরু হল রাস্তা সংস্কারের কাজ। গ্রাম পঞ্চায়েত প্রধান আজেন মিনজ জানিয়েছেন পুজো কমিটির কর্মকর্তাদের অনুরোধেই তড়িগড়ি পূজোর মুখে রাস্তা সংস্কার করা হয়েছে।
Alipurduar: সপ্তমীর দুপুরে রাস্তা সংস্কার প্রশাসনের
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার