চোলাই তৈরীর আখড়া (Alipurduar) হয়ে উঠেছে শামুকতলা থানা এলাকা । প্রতিনিয়ত কুমারগ্রাম সার্কেলের আবগারি দপ্তর এবং পুলিশ অভিযান চালাচ্ছে তবুও চোলাই তৈরী দিনের (Alipurduar) পর দিন বেড়েই চলেছে। রবিবার রাতে শামুকতলা থানার জয়ন্তী চা বাগানের লালু লাইন এলাকা থেকে ৬০ লিটার চোলাই উদ্ধার করেছে শামুকতলা থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে মা এবং ছেলেকে। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে। গত এক সপ্তাহ ধরে শামুকতলা থানার বিভিন্ন এলাকায় কুমারগ্রাম সার্কেলের আবগারি দপ্তর অভিযান চালিয়ে হাজার খানেক লিটার চোলাই তৈরীর উপকরণ নষ্ট করেছেন। গত এক বছর আগে শামুকতলা থানা এলাকায় চোলাই তৈরির ঠেক গুলো ভেঙ্গে গুড়িয়ে দিয়েছিলেন শামুকতলা থানার পুলিশ। এরপরই কিছুদিন বন্ধ ছিল চোলাই তৈরী। দূর্গা পূজার প্রাক্কালে চোলাই তৈরি অনেকটাই বেড়ে গেছে শামুকতলা থানা এলাকায়। তাছাড়া কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙ্গা এলাকা থেকে প্রচুর পরিমাণে চোলাই প্রতিদিন শামুকতলা থানা এলাকায় ঢুকে যায় বাইক সাইকেল এমনকি যাত্রীবাহী গাড়িতে করেও। শামুকতলা থানার ওসি জগদীশ রায় জানিয়েছেন রবিবার রাতে জয়ন্তী চা বাগানের লালু লাইন এলাকা থেকে পারমিত লাকড়া এবং তার মা রীতা লাকড়া কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অভিযান লাগাতার ভাবে চলতেই থাকবে।
Alipurduar: চোলাই তৈরীর অভিযোগে গ্রেপ্তার ২ জন
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার