বুধবার বিকেল ৫ টা নাগাদ (Durga puja) আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার কনফারেন্স হলে বিশ্ব বাংলা শারদ সন্মান অনুষ্ঠান আয়োজিত হয়। জানা গেছে এবছর আলিপুরদুয়ার জেলায় সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মন্ডপ ও সেরা পরিবেশ মিলে মোট ৪ টি বিভাগে ৩ টি করে কমিটিকে জেলার সেরা পূরকার দেওয়া হয়। বিভিন্ন বিভাগে জয়ী কমিটিগুলোকে মেমেন্টর পাশাপাশি নগদ টাকা পুরস্কার ও দেওয়া হয়। আলিপুরদুয়ারের জেলা শাসক আর বিমলা, জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব ও আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল জয়ী পুজো কমিটি গুলির হাতে পুরস্কার তুলে দেন।
Durga puja Alipurduar: আলিপুরদুয়ার ডুয়ার্স কন্যায় বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার