Breaking News

Alipurduar: মহাসপ্তমীর রাতে ভীড়ের সুযোগ নিয়ে গাঁজা পাচার করতে গিয়ে গাঁজা সহ গ্রেপ্তার চার

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: মহাসপ্তমীর রাতে ভীড়ের সুযোগ নিয়ে গাঁজা পাচার করতে গিয়ে গাঁজা সহ গ্রেপ্তার চার মহাসপ্তমীর রাতে ভীড়ের (Alipurduar) সুযোগ নিয়ে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লো চারজন, উদ্ধার হলো আঠাশ কেজি ঊন আশী গ্রাম গাঁজা। জানা গেছে গোপন সুত্রে খবরের ভিত্তিতে কোচবিহার জেলা পুলিশের পুন্ডিবাড়ি থানার পুলিশ পুন্ডিবাড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় মোড়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে চার জনকে আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে তাদের সাথে থাকা তিনটি ব্যাগ থেকে উদ্ধার হয় আঠাশ কেজি ঊন আশী গ্রাম প্যাকেটবন্দী গাঁজা। পুলিশের অনুমান মহাসপ্তমীর সন্ধ্যায় পুজো প্যান্ডেল ও প্রতিমা দর্শনার্থীদের ভীড়ের সুযোগ নিয়ে এই চারজন গাঁজা পাচারের ছক কষেছিলো। আটক ব্যক্তিদের গ্রেপ্তার করে উদ্ধার করা গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করার প্রস্তুতি নিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।