অসম থেকে(Jalpaiguri) বিহারে পাচারের পথে পুলিশের অভিযানে উদ্ধার প্রচুর বিলাতি মদ গ্রেপ্তার এক।জানা গেছে জলপাইগুড়ি জেলা পুলিশের ধুপগুড়ি থানার পুলিশ শনিবার গভীর রাতে গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে ধুপগুড়ি থানা এলাকার দেওমালিতে একটি ট্রাক আটক করে। ট্রাকটি অসম থেকে বিহার যাচ্ছিলো। তল্লাশী চালিয়ে ট্রাক থেকে উদ্ধার হয় তেরোশো কুড়ি বোতল ইম্পিরিয়াল ব্লু ও দু হাজার ছয়শো চল্লিশ বোতল রয়াল স্ট্যাগ ব্র্যান্ডের বিলাতি মদ। ট্রাকে লুকিয়ে এই মদ বিহারে পাচারের ছক ছিলো বলে জানা গেছে পুলিশ সূত্রে। গ্রেপ্তার কর হয় ট্রাক চালক আদিল খানকে। আদিল খান অসমের গোয়ালপাড়ার বাসিন্দা। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে ধৃতকে আদালতে পেশ করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Jalpaiguri: অসম থেকে বিহারে পাচারের পথে উদ্ধার প্রচুর বিলাতি মদ, গ্রেপ্তার এক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি