বৃহস্পতিবার , ডিসেম্বর 12 2024
Breaking News

Murshidabad: মুর্শিদাবাদ পুলিশ জেলার ছটি পুরসভা এলাকার পুজো গাইড ম্যাপ প্রকাশ করলেন পুলিশ সুপার

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মুর্শিদাবাদ

Murshidabad: মুর্শিদাবাদ পুলিশ জেলার ছটি পুরসভা এলাকার পুজো গাইড ম্যাপ প্রকাশ করলেন পুলিশ সুপার মুর্শিদাবাদ পুলিশ জেলার ছটি পুরসভা (Murshidabad) এলাকার পুজো গাইড ম্যাপ প্রকাশ করলেন জেলা পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব। (Murshidabad) রবিবার জেলা পুলিশ লাইনের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুজো গাইড ম্যাপ প্রকাশ করা হয়। যেসব পুরসভা এলাকার পুজো গাইড প্রকাশ করা হয়েছে সেগুলি হলো বহরমপুর, কান্দি, ডোমকল, মুর্শিদাবাদ,বেলডাঙ্গা ও জিয়াগঞ্জ। অনুষ্ঠানে পুলিশ সুপার সিভিক ভলান্টিয়ারদের নতুন বস্ত্র প্রদান করেন। আসন্ন দুর্গা পুজা উপলক্ষ্যে মঞ্চে পরিবেশিত হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর,অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক, সদর মহকুমাশাসক সহ পুলিশ ও জেলা প্রশাসনের আধিকারিকগন এবং বিশিষ্ট ব্যক্তিগন। পুলিশ সুপার জানান আসন্ন শারদ উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ সদা সতর্ক ও তৎপর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।