চা বাগান (siliguri)ও জঙ্গল অধ্যূষিত শিলিগুড়ি মহকুমায় জাতীয় সড়ক বা রাজ্য সড়কে রাতে প্রায়শই দেখা যায় চলে এসেছে চিতাবাঘ, হাতি, হরিন সহ বিভিন্ন বন্যপ্রাণী। রাস্তা পারাপার করতে গিয়ে অনেক ক্ষেত্রেই মৃত্যু হয় তাদের বা যানবাহনের সাথে সঙ্ঘর্ষে আহত হয় এসব বন্য প্রানীরা। এভাবে যানবাহনের সাথে সংঘর্ষে বন্য প্রাণীদের মৃত্যু রুখতে শনিবার বন দপ্তরের কার্শিয়াং বিভাগ ব্রেক ফর ওয়াইল্ডলাইফ কর্মসূচি পালন করলো। এদিন বন কর্মীরা চা বাগান ও জঙ্গল লাগোয়া জাতীয় সড়কে চলাচলকারী যানবাহন চালকদের ও পথচলতি সাধারন মানুষজনকে মাইকিং করে প্রচারের মাধ্যমে সচেতন করেন। বন্যপ্রাণীদের পারাপারের রাস্তা সহ জঙ্গলো চা বাগান এলাকায় সাবধানে গাড়ি চালানোর বার্তা দেওয়া হয় এই কর্মসূচি থেকে।
Siliguri: যানবাহনের ধাক্কায় বন্যপ্রাণীদের মৃত্যু রুখতে ব্রেক ফর ওয়াইল্ডলাইফ কর্মসূচি বন দপ্তরের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি