শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

DURGA PUJA SILIGURI: শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে হোমের বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে পুজো পরিক্রমা

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

DURGA PUJA SILIGURI: শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে হোমের বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে পুজো পরিক্রমা মহাষষ্ঠীর (DURGA PUJA) পুণ্যতিথিতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর উদ্যোগে হোমের বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে পুজো পরিক্রমা করানো হয়। এদিন হোম থেকে তাদের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির বিভিন্ন পুজো মন্ডপে। পুলিশ সূত্রে জানানো হয়েছে সকলের সাথে এই হোমের বিশেষভাবে সক্ষমরাও যাতে শারদ উৎসবের আনন্দ উপভোগ করতে পারে সেই লক্ষ্যেই এই কর্মসূচি। হোমের আবাসিকরা পুজো প্যান্ডেল ঘুরে ও প্রতিমা দর্শন করে খুশী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।