বাংলার দেবী শক্তিই দেশের অসুর শক্তিকে বিনাশ করবেন। রবিবার সন্ধেয় শ্যামনগর বালক সংঘের কালি পুজোর উদ্বোধন করে এমনটাই দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। এদিন তিনি বললেন, শক্তি মা এসেছেন। এবার অসুর শক্তি নাশ হবে। তবে অসুর শক্তি দেশকে নষ্ট করার চেষ্টা করছে। কিন্তু বাংলায় একটা দেবী শক্তি তৈরি হচ্ছেন। ওনিই অসুর শক্তিকে নাশ করতে পারবেন। এদিন কালি পুজোর উদ্বোধনে সাংসদ ছাড়াও হাজির ছিলেন ভাটপাড়ার প্রাক্তন উপ-পুরপ্রধান সোমনাথ তালুকদার, বর্ষীয়ান তৃণমূল নেতা শ্যামল তলাপাত্র-সহ বিশিষ্টজনেরা।
Arjun Singh: বাংলার দেবী শক্তিই দেশের অসুর শক্তিকে বিনাশ করবেন বললেন সাংসদ অর্জুন সিং
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper