সোমবার , জানুয়ারি 6 2025
Breaking News

Barrackpore: নৈহাটির নিষিদ্ধ পল্লীতে নারীশক্তির ভাইফোঁটা

রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর

Barrackpore: নৈহাটির নিষিদ্ধ পল্লীতে নারীশক্তির ভাইফোঁটাভ্রাতৃদ্বিতীয়ার দিন বৃহস্পতিবার নৈহাটির নিষিদ্ধ পল্লীতে অনুষ্ঠিত হল বোন ফোঁটা। আয়োজক নৈহাটির নারী শক্তি সংগঠন। প্রসঙ্গত, সোনাগাছির বোনেদের নিয়ে ২০১৮ সালে শুরু হয়েছিল বোন ফোঁটা উৎসব। এদিন নৈহাটির “নারী শক্তি ” নিষিদ্ধ পল্লীর মহিলাদের ঐক্যবদ্ধ করে বোন ফোঁটা উৎসব পালন করলো। নারী শক্তির এহেন উদ্যোগকে সাধুবাদ জানালেন নিষিদ্ধ পল্লির যৌন কর্মীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।