Breaking News

Naihati: পারিবারিক বিবাদের জেরে শিবদাসপুরে চলল গুলি-বোমাবাজি

রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর

Naihati: পারিবারিক বিবাদের জেরে শিবদাসপুরে চলল গুলি-বোমাবাজি পারিবারিক বিবাদের জেরে শনিবার ভর সন্ধেয় নৈহাটির শিবদাসপুর থানার অন্তর্গত কন্দপুকুর গ্রামে চলল বোমাবাজি ও গুলির ঘটনা। জাকির হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ অবস্থায় কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়দের দাবি, মোট তিন রাউন্ড গুলি চলেছে এবং তিনটি বোমা ফেটেছে। জাকিরের ভাই বিন মোহাম্মদ মন্ডলের দোকানও ভাঙচুর হয়েছে। ইউসুফ নামে আরেক যুবকের হাতে গুলি লেগে মৃদু আহত হয়েছেন। আশাবুল ওরফে বাচ্চা এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ গুলি-বোমা চালানোর অভিযোগ উঠেছে। সূত্রে খবর, বাচ্চা পুলিশের খাতায় দাগী আসামী বলে পরিচিত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।