আলিপুরদুয়ার জেলার মাদারীহাট ব্লকে বীরপাড়া সর্না এস টি ক্লাব মাঠে আয়োজিত হল বীর বিরসা মুন্ডা ‘র একশো সাতচল্লিশ তম জন্ম জয়ন্তী। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর, আলিপুরদুয়ার এর জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা, পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, আইনজীবী তুষার চক্রবর্তী, সমাজসেবী প্রকাশ চিক বরাইক, লিয়স কুজুর, আলিপুরদুয়ার দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ দাস সহ এলাকার বিশিষ্টজনেরা। এদিন বীর বিরসা মুন্ডার মূর্তিতে মালা ও পুষ্পার্ঘ্য অর্পণ করে সকলে শ্রদ্ধা জ্ঞাপন করেন। আদিবাসী লোকশিল্পীদের মধ্যে বিতরণ করা হয় মাদল ধামসা সহ অন্যান্য বাদ্যযন্ত্র। আদিবাসী নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন শিল্পীদের বিভিন্ন গোষ্ঠী।
Alipurduar: বীর বিরসা মুন্ডা জন্ম জয়ন্তী উদযাপিত হল বীরপাড়ায়
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper