Breaking News

AMTA Howrah: হাওড়ার আমতায় ৫০০ বিজেপি কর্মীর তৃণমূলে যোগদান

রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া

AMTA Howrah: হাওড়ার আমতায় ৫০০ বিজেপি কর্মীর তৃণমূলে যোগদান 
amta-howrah-500-bjp-workers-join-trinamool-at-amta-howrah-west-bengal-india-ei-yugরাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিরোধীরা যখন পঞ্চায়েত ভোটের আগে জমি ফিরে পেতে চাইছে-বিশেষত বিরোধী দল বি জে পি যখন অল আউট আক্রমনের দিকে এগোচ্ছে তখন উলোট পূরাণ ঘটলো হাওড়ার আমতায়। জানা গিয়েছে বৃহস্পতিবার প্রায় পাঁচশো বিজেপি কর্মী যোগ দিল তৃণমূল কংগ্রেসে। প্রসঙ্গত আমতা বৃত্তের একদা তৃণমূল নেতা শান্তনু ঘোষ ওরফে বুবুন বিধানসভা নির্বাচনের আগে বি জে পি তে যোগদান করেন।পঞ্চায়েত নির্বাচনের মুখে ফের সদলবলে তৃণমূল কংগ্রেসে ফিরলেন। এদিন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাজির হাত ধরে তিনি দলে ফেরেন। উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনে মুক্তিরচকের বি জে পি নেতা বিকাশ পাত্র ও এদিন তৃণমূল কংগ্রেসে ফেরেন। এদিন শান্তনু ঘোষ জানান,”বি জে পি র জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই ফের তৃণমূল কংগ্রেসে ফিরেছেন।অন্যদিকে শান্তনু ঘোষের সদলবলে তৃণমূলে ফেরা মেনে নেয় নি তৃণমূল কংগ্রেসের একটা পক্ষ -এমনটাই জানা গিয়েছে বিশ্বস্ত সুত্রে। এছাড়া বি জে পি সুত্রে জানানো হয়েছে এর ফলে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রে বি জে পির কোন ক্ষতি হবে না। প্রসঙ্গত এই মুহূর্তে এই দলবদল বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের রাজনৈতিক মহল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।