Breaking News

Birbhum: বাংলা-ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় পুলিশের নাকা চেকিং

রিপোর্ট : দিব্যেন্দু গোস্বামী , এই যুগ, বীরভূম

Birbhum: বাংলা-ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় পুলিশের নাকা চেকিং birbhum-police-nose-checking-in-bengal-jharkhand-border-area-west-bengal-india-ei-yugমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে পুলিশ মন্ত্রী ।তাই একটি সভায় তিনি পুলিশকে নিজের কাজ নিজেদেরকে করতে হবে বলে নির্দেশ দিয়েছিলেন এও বলেছিলেন যদি কোন পুলিশ কর্মী দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে তাকে চাকরি ছেড়ে দিতে ।তারই পরিপ্রেক্ষিতে গত দুদিন ধরে বীরভূমের বিভিন্ন থানা এলাকা মূলত যেগুলি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড থেকে বীরভূমে ঢুকছে সেই সমস্ত গাড়ির কাগজপত্র এবং গাড়ি দাঁড় করিয়ে সার্চিং করা হচ্ছে। এক কথায় বলা যায় পুলিশের নাকা চেকিং চলছে।, কয়েকদিন আগে রাজ্যের পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সিউড়িতে এসে জানান ঝাড়খন্ড এবং বীরভূমের যে সমস্ত রাস্তা রয়েছে সেগুলি ভালোভাবে পরীক্ষা করতে হবে। যাতে করে ঝাড়খন্ড থেকে কোন বিস্ফোরক বাংলায় ঢুকতে না পারে। তারই ফলস্বরুপ বাংলা এবং ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকায় আরম্ভ হয়ে গেল পুলিশের নাকা চেকিং।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।