নৈহাটির ধিক্কার মিছিল থেকে আগামী ২ ডিসেম্বর ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ঘেরাওয়ের ডাক দিলেন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি। প্রসঙ্গত, ডেঙ্গু নিয়ে বিজেপির যুব মোর্চার পুরসভা অভিযান ঘিরে গত ২৫ ডিসেম্বর রণক্ষেত্র হয়ে উঠেছিল নৈহাটি।আক্রান্ত হয়েছিলেন বিজেপির বহু কর্মী। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রবিবার বিকেলে ধিক্কার মিছিল করলো বিজেপি। নৈহাটির যাত্রী নিবাসের কাছ থেকে মিছিল শুরু হয়ে ঘোষপাড়া রোড ধরে গৌরীপুর চৌমাথা গিয়ে মিছিল শেষ হয়। এদিনের ধিক্কার মিছিলে হাজির ছিলেন বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি, রাজ্য যুব মোর্চার সম্পাদক উত্তম অধিকারী, ব্যারাকপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি বিমলেশ তেওয়ারি ও মহিলা মোর্চার সভানেত্রী পিয়ালী দুবে-সহ কার্যকর্তারা। ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি বললেন, ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে দুষ্কৃতীরাজ চলছে। বোমাবাজির ঘটনা ঘটছে। শাসকদলের হাতে আক্রান্ত হচ্ছেন দলীয় কর্মীরা। এরই প্রতিবাদে পুলিশ কমিশনারেট ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে। অপরদিকে যুব মোর্চার রাজ্য সম্পাদক উত্তম অধিকারী বললেন, বাংলায় বিরোধী ছাড়াও সাধারণ মানুষ সুরক্ষিত নন। সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্রের শহরে দলীয় কার্যকর্তাদের নির্মমভাবে পেটানো হয়েছে, যা বড় লজ্জার।
আগামী ২ ডিসেম্বর ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ঘেরাওয়ের ডাক বিজেপির
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper