শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

টেট পরীক্ষার দিনে ট্রাফিক ব্যবস্থা নিয়ে রাজ্য সরকার কে নিশানা শুভেন্দু অধিকারীর

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, পূর্ব মেদিনীপুর

Suvendu Adhikari: টেট পরীক্ষার দিনে ট্রাফিক ব্যবস্থা নিয়ে রাজ্য সরকার কে নিশানা শুভেন্দু অধিকারীর suvendu-adhikari-targets-state-government-over-traffic-arrangements-on-tet-exam-day-west-bengal-india-nandigram-bjp-ei-yugসামনেই পঞ্চায়েত ভোট । প্রস্তুতি তুঙ্গে শাসক থেকে বিরোধী শিবিরের । রবিবার নন্দীগ্রামে বিজেপির পঞ্চায়েত কর্মীসভায় উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী আসন্ন পঞ্চায়েত ভোটে বিজেপি যে নন্দীগ্রামে অনেকটাই শক্তিশালী সেটাই তিনি বক্তব্যে প্রকাশ করলেন । এদিন নন্দীগ্রামে তৃণমূল ছেড়ে বহু তৃণমূল কর্মী শুভেন্দু অধিকারীর উপস্থিতে বিজেপি তে যোগদান করেন । পঞ্চায়েত ভোটের পাশাপাশি এদিন রাজ্যের টেট পরীক্ষার পরিবহন ব্যবস্থা নিয়ে শুভেন্দু অধিকারী ক্ষোভ প্রকাশ করেন । তিনি বলেন আজ টেট পরীক্ষা , ট্রাফিক ব্যবস্থা এতোই খারাপ ,চারদিকে রাস্তায় জ্যাম ছিলো ‌।বহু পরিক্ষার্থী এদিন সময় মতো সেন্টারে পৌঁছতে না পারার জন্য তারা টেট পরীক্ষা দিতেই পারেনি । এছাড়াও এদিন একাধিক বার রাজ্যের শাসকদলের বিভিন্ন দুর্নীতিকে নিশানা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।