Breaking News

Alipurduar: বন্ধ কোহিনূর চা বাগান শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করে দাবীপত্র দিল প্রধানকে

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: বন্ধ কোহিনূর চা বাগান শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করে দাবীপত্র দিল প্রধানকে alipurduar-the-workers-of-the-closed-kohinoor-tea-plantation-protested-and-handed-over-a-demand-letter-to-the-chief-west-bengal-india-howrah-ei-yugচলতি মাসের নয় তারিখ ছিলো কোহিনূর চা বাগানের শ্রমিকদের বেতন পাবার দিন,কিন্তু শ্রমিকদের বেতন না দিয়ে বিনা নোটিশে রাতের অন্ধকারে বাগান ছেড়ে চলে যান মালিক পক্ষের লোকজন। বিপাকে পড়েন বাগানের স্থায়ী ও অস্থায়ী বারোশো চা শ্রমিক। বেতন হাতে না পেয়ে তাদের সংসার খরচ চালানো দুষ্কর হয়ে পড়েছে। এই সংকট থেকে মুক্তি পেতে সিটু সমর্থিত চা শ্রমিকরা মঙ্গলবার দুপুরে মিছিল করে আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের কোহিনূর গ্রাম পঞ্চায়েতে যান এবং প্রধানের মাধ্যমে বিডিও ও শামুকতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিককে দাবীপত্র প্রদান করেন।  সিটু নেতা বিদ্যুৎ গুন বলেন নয় ডিসেম্বর রাতের অন্ধকারে মালিকপক্ষ বাগান ছেড়ে চলে যায় শ্রমিকদের বেতন না দিয়ে। ফলে শ্রমিকরা পড়েছে বিপাকে। পাশাপাশি একশ দিনের কাজ বন্ধ থাকায় তাদের অন্য কোনো কাজের সংস্থান নেই। একারনে তারা এদিন প্রধানের মাধ্যমে আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের বিডিও এবং শামুকতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিককে দাবীপত্র পেশ করেন। তাদের দাবীগুলি হল পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত নীতি অনুযায়ী বন্ধ শিল্পের শ্রমিকদের মাসিক পনেরোশো টাকার আর্থিক সহায়তা প্রদান, একশো দিনের কাজের বকেয়া মজুরি দ্রুত প্রদান এবং একশো দিনের কাজ দ্রুত চালু করা। দাবীপত্র গ্রহন করে প্রধান জানান তিনি দাবীপত্রটি যথাস্থানে পাঠিয়ে দেবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।