এবার কেন্দ্রীয় আবাস যোজনার দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তেজনা হাওড়ার মাকড়দহে । আজ সকালে হাওড়ার ডোমজুড় বিধানসভার অন্তর্গত মাকড়দহ ১নম্বর পঞ্চায়েতে গ্রামের সাধারণ মানুষ পঞ্চায়েত অফিস ঘেরাও করে । গ্রামবাসীদের অভিযোগ পশ্চিমবঙ্গের সমস্ত গ্রাম অঞ্চল জুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির যে দুর্নীতি ঘটে চলেছে তার থেকে বাদ যায়নি হাওড়ার মাকড়দহে ১ নম্বর গ্রাম পঞ্চায়েত । এই অভিযোগে এদিন মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে কাজে যোগ দেওয়া কর্মীদের পঞ্চায়েত অফিস থেকে বাইরে বার করে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের সাধারণ মানুষ। তাদের অভিযোগ যে পঞ্চায়েত সদস্য আমফানের সময় ত্রিপল এবং টাকা পয়সা চুরি করেছিলেন তারই নেতৃত্বেই আবার আবাস যোজনার বাড়ি র তালিকা তৈরি হচ্ছে । এই তালিকাতে প্রচুর গরমিল রয়েছে তার পরিপ্রেক্ষিতে ওই সদস্যকে রাস্তায় বের করে পঞ্চায়েত অফিসের সামনেই গ্রামের সাধারণ মানুষ তাকে ঘিরে বিক্ষোভ দেখায়। এই পরিস্থিতিতে পঞ্চায়েতের কাজকর্ম বন্ধ হয়ে যায় সাময়িক সময়ের জন্য । ঘটনাস্থলে পৌঁছে ডোমজুড় থানার পুলিশ ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনে ।
প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তেজনা হাওড়ার মাকড়দহে
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper