৩০ ডিসেম্বর অর্থাৎ আগামীকাল হাওড়া স্টেশনে অন্যতম গতিময় বিলাসবহুল ” বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ” উদ্বোধন হতে চলেছে । উদ্বোধন করতে আসতেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও। হাওড়া স্টেশনে প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। আজ সকালে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনের প্রস্তুতির কাজ দেখতে যান । প্রসঙ্গত উল্লেখ্য , অন্যতম বিলাসবহুল গতিময় বন্দে ভারত এক্সপ্রেস ।
যা সপ্তাহে ৬ দিন হাওড়া স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে যাবে । হাওড়া- নিউ জলপাইগুড়ির মধ্যে ৮ ঘন্টায় পাড়ি দেবে বন্দে ভারত এক্সপ্রেস। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সফর হবে আরও দ্রুত । স্টপেজ বোলপুর ও মালদা মাঝে।হাওড়া থেকে এনজিপি স্টেশন পৌঁছতে লাগবে ৮ ঘন্টা। সপ্তাহে ৬ দিন চলবে এই হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। ভোর ৫.৫৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে আপ নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস। দুপুর ১.৫৫ মিনিট নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে । আবার ডাউন বন্দে ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে হাওড়ার উদ্দেশ্যে দুপুর ২.৫০ মিনিটে। হাওড়া স্টেশনে পৌঁছবে রাত ১০.৫০ মিনিটে। এই গতিময় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের জন্য উওরবঙ্গ ও দক্ষিণবঙ্গের উভয় মানুষেরই সুবিধা হবে বলে মনে করছেন সাধারণ মানুষ।
Vande Bharat Express Agnimitra Paul: বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের প্রস্তুতি দেখতে হাওড়া স্টেশনে অগ্নিমিত্রা পাল
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper