সাম্প্রতিক সময়ে বলিউডের নায়িকাদের মধ্যে অন্যতম আলোচিত নাম তারা সুতারিয়া I বলিউডে পা রেখেছিলেন স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২-ছবির মাধ্যমে। তার পর আর ফিরে তাকাতে হয়নি তারা সুতারিয়াকে I একের পর এক ছবির অফার তাঁর হাতে।
সুনীল শেট্টির ছেলের আহান শেট্টির সঙ্গে তড়প ছবিতে দেখা গিয়েছিল তাকে এক নতুন অবতারে I এরপর টাইগার শ্রফ এর সাথে জুটি বেঁধে হিরো পান্তি ২ ছবিতে নিজের জলবা দেখিয়েছেন তিনি Iসোশ্যাল মিডিয়াতে নায়িকা খুবই অ্যাক্টিভ I তার ইনস্টাগ্রাম ফলোয়ার্স অগণিত I অভিনেত্রীর হট সেনসেশন ছবির অপেক্ষায় থাকে নেটদুনিয়ার অসংখ্য মানুষ I সম্প্রতি তারা সোশ্যাল মিডিয়াতে তাঁর কিছু হট অ্যান্ড বোল্ড লুকের ছবি পোস্ট করেছেন যা নেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছে I মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ছবি I লাইক ও কমেন্টের সংখ্যাও বেড়ে চলেছে সমান তালে Iশীতের সকালে নায়িকার বোল্ড লুক নেটদুনিয়ার অ্যাটেনশন কেড়ে নিয়েছে Iতারা যে বি টাউনের নতুন সেনসেশন সেটা তার কয়েকটি ছবি দেখেই সবাই জেনে গেছে I হু হু করে বাড়ছে তাঁর জনপ্রিয়তাও I তাঁর সৌন্দর্যের কাছে হার মেনেছে বলিউডের তাবড় তাবড় নায়িকারাও I তারা সুতারায়ার হাতে এখন একাধিক ছবির প্রজেক্ট রয়েছে কিন্তু নায়িকা ছবি বাছাই করার ক্ষেত্রে চরিত্র কেই প্রাধান্য দিতে চান Iতাঁর অফ শোল্ডার সাদা পোশাকের সঙ্গে খোলা চুলের স্টাইল স্টেটমেন্ট ঝড় তুলেছে নেট দুনিয়ায় Iছবির নিচে ক্যাপশন দিয়েছেন আমি কারো সাথে নাচতে চাই যা তার নতুন কোনো সম্পর্কের ইঙ্গিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা I সম্প্রতি তার বিচ্ছেদের খবর প্রকাশে পরে নায়িকা অবশ্য কোনও মন্তব্য করেননি I কিন্তু তার নতুন ছবির পোস্ট কিন্তু জল্পনা উস্কে দিলো I
Tags Tara Sutaria
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper