বাংলা জুনিয়র ক্রিকেট দলে নাম থাকলে ও শেষ পর্যন্ত অবসাদে আত্মহত্যার পথ বেছে নিল উদীয়মান ক্রিকেটার রোহিত যাদব(১৮)। জানা গিয়েছে তার নাম প্রথম এগারো তে রয়ে-ছে। বুধবার সকালে তার ঘর থেকে তাকে পুলিশ উদ্ধার করে বিছানায় শোয়া অবস্থায় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বিষ জাতীয় বা অ্যাসিড জাতীয় কিছু জিনিস সে খেয়ে নেয় নিজেকে সরিয়ে দেওয়ার জন্য পৃথিবী থেকে ।এরপর তাকে টিএল জয়সোয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে রোহিত বাংলা ক্রিকেট দলে প্রথম এগারোর মধ্যে মনোনীত হয়েছিল।তার পরিবারে আর্থিক অনটনের কারণে সে খেলা চালিয়ে রাখতে বন্ধুদের কাছ থেকে প্রচুর টাকা ধার করেছিল। কিন্তু সে তেমন একটা টাকা পেতে না।টাকা শোধ না করতে পেরে মানসিক অবসাদে সে আত্মহত্যা করেছে বলে জানা গিয়েছে প্রাথমিক ভাবে।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কি কারনে তিনি এই আত্মহত্যা করলেন তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ তাহলে বলা যেতেই পারে আগামী দিনে অর্থের অভাবে এই ধরনের প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের জীবন শেষ করে দিলে যেকোনো খেলার প্রতি যুব সমাজ আর এগিয়ে যাবে না আমাদের রাজ্যে বা দেশে র থেকে ভালো খেলোয়ারদের আর্থিক সচ্ছলতার কোন উদাহরণ এখনো পাওয়া যায়নি তাই আগামী দিনে যদি যেকোনো খেলার খেলোয়ারদের আর্থিক সচ্ছলতার দিকটা দেখা হয় তাহলে রোহিতের মতো আত্ম বলিদান আর কোন খেলোয়াড় কে করতে হবে না।
Cricketer’s Suicide Howrah: উদীয়মান ক্রিকেটারের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য হাওড়ায়
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper