বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার আলিপুরদুয়ার জেলা সহ ডুয়ার্সের চা শ্রমিকদের বিভিন্নভাবে বঞ্চিত করে চলেছে তার প্রতিবাদে আলিপুরদুয়ার জেলা তৃণমুল ও আই এন টি টি ইউ সি শুক্রবার থেকে শুরু করেছে আলিপুরদুয়ার জেলা থেকে নির্বাচিত বিজেপি বিধায়কদের বাড়ির সামনে ধর্না বিক্ষোভ প্রদর্শন। আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি প্রকাশ চিক চিক জানান জেলা থেকে পাঁচজন বিজেপি বিধায়ক ও একজন সাংসদ নির্বাচিত হয়েছেন। তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন চা শ্রমিকদের সমস্ত সমস্যার সমাধান করবেন, কিন্তু বাস্তবে লক্ষ্য করা যাচ্ছে চা শ্রমিকরা কেন্দ্রের বিজেপি সরকারের ভ্রান্ত নীতির শিকার হয়ে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত হয়েই আছে। চা শ্রমিকদের পি এফের প্রাপ্য টাকা দেওয়া হচ্ছেনা, টি বোর্ড ঘোষিত চা শ্রমিকদের সন্তানদের স্টাইপেন্ড দেওয়া হচ্ছেনা, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষিত চা শ্রমিকদের কল্যানে একশ কোটি টাকার এক পয়সাও আসেনি, চা শ্রমিকদের পি এফ এর সাথে আধার লিঙ্ক করা হচ্ছেনা, সমস্ত চা শ্রমিকদের পি এফের আওতায় আনা হচ্ছেনা। এসব সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকার উদাসীন তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে এই কর্মসূচি পালিত হচ্ছে আলিপুরদুয়ার জেলায়। ছবিতে কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওঁরাও এর বাড়ির সামনে ধর্না বিক্ষোভ প্রদর্শন করছেন প্রকাশ চিক বরাইক, আলিপুরদুয়ার জেলা আই এন টি টি ইউ সি সভাপতি বিনোদ মিঞ্জ সহ অন্যান্য নেতৃত্ব।
Alipurduar: চা শ্রমিকদের বঞ্চিত করেছে কেন্দ্রীয় সরকার এর প্রতিবাদে বিজেপির বিধায়কদের বাড়ির সামনে ধর্না বিক্ষোভ তৃণমূলের
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper