চা শ্রমিকদের যৌথ মঞ্চের সভা অনুষ্ঠিত হলো রবিবার। জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার মেটেলির শালবনী মুক্তমঞ্চে আয়োজিত এই সভায় চা শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদান, চা শ্রমিকদের জমির অধিকার প্রদান, চা বাগানের জমি কর্পোরেট সংস্থার হাতে তুলে দেবার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানানো প্রভৃতি বিষয়ে এদিনের সভায় যৌথ মঞ্চের নেতৃত্ব আলোচনা করেন। জানা গেছে আগামী তেইশে ফেব্রুয়ারি থেকে চা শ্রমিকরা তাদের দাবী আদায়ের লক্ষ্যে ও চা বাগানের জমি কর্পোরেট সংস্থার হাতে তুলে দেবার ষড়যন্ত্র রুখতে বৃহত্তর আন্দোলন শুরু করবেচা শ্রমিকদের যৌথ মঞ্চের সভা মেটেলিতেন।
Jalpaiguri: চা শ্রমিকদের যৌথ মঞ্চের সভা মেটেলিতে
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper