বেলুড়ের গিরিশ ঘোষ রোডের ঢাকা নর্দমার ভিতরে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য (Belur howrah)। পুরসভার লোকেরা নর্দমা পরিষ্কারের সময় প্রথমে নর্দমা থেকে একটি পা বেরিয়ে থাকতে দেখে। ( Belur howrah ) আর তাতেই শোরগোল পড়ে যায় এলাকায়। এরপরে ছুটে আসে বেলুড় থানার পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা। নর্দমার উপরের ভারী সিমেন্টের স্লাব সরাতেই বেড়িয়ে আসে পূর্ণাঙ্গ মানুষের দেহ। অন্ততপক্ষে দু থেকে তিন দিন দেহটি ওখানে পড়েছিল বলে, প্রাথমিকভাবে অনুমান। পুরো দেহেই পচন ধরেছে। পাথরের তলায় চাপা থাকায় গন্ধ বেরোয়নি। আজ পরিষ্কার করতে গিয়ে দেখা যায় দেহটি। এখনো পর্যন্ত সনাক্ত করা যায়নি। তবে দেহটি ওইখানে কিভাবে গেল কেউ বা কারা ওকে মেরে ওর মধ্যে ফেলে দিল কিনা সেটাই খতিয়ে দেখছে পুলিশ। তবে ওই পাথরের স্লাবেবের নিচে দেহটি পড়ে থাকা নিয়ে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে কোন রকম ভাবে হয়তো তাকে মেরে দেহ লোপাট করার জন্যই ওর মধ্যে ঢুকিয়ে দেয়া হয়েছিল।দন্ত করছে বেলুড় থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
Belur howrah: নর্দমা থেকে মৃতদেহ উদ্ধার বেলুড়ে
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper