প্রতিবছরের মত এবারও দোলের আগের দিন সন্ধ্যারতির পর বেলুড় মঠে পালিত হলো হোলিকা দহন অনুষ্ঠান (Belur Math)। মায়ের মন্দিরের পাশে মঠের পূর্ব দিকে গঙ্গার ধারে হয় এই অনুষ্ঠান। পাটকাঠি, খড় ইত্যাদি সামগ্রী দিয়ে নির্মিত ছোট্ট কুঁড়েঘর রূপী হোলিকা কে দহন করা হয়।(Belur Math) দহনের আগে নীতি অনুযায়ী মঠের সন্ন্যাসী অগ্নিদেবের পূজা করেন এবং পূজা শেষে হোলিকায় অগ্নিসংযোগ করে ঠাকুরের নাম জব করতে করতে হোলিকা প্রদক্ষিণ করেন । এরপর অন্যান্য সন্ন্যাসীরা প্রণাম নিবেদন করে পূজার অর্ঘ্য নিবেদন করেনন হোলিকার পাশে সারিবদ্ধভাবে বসে সন্ন্যাসী এবং ব্রহ্মচারীরা ভক্তিগীতি এবং বসন্তের গান করেন।সব মিলিয়ে দোলের আগের দিনের বেলুড় মঠের রীতি অনুযায়ী এই অনুষ্ঠান অত্যন্ত ভক্তি এবং আনন্দ সহকারে পালিত হয়।
Belur Math Holika Dahan: হোলিকা দহন অনুষ্ঠান বেলুড় মঠে
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper